চিত্রায়িত ইতিহাসে ফ্রেসকো সম্ভবত অধিকতর গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। শিল্পকলার প্রাচীন কাল থেকেই ফ্রেসকো যথেষ্ট সমাদৃত। মোঘল শিল্পকলায়ও ফ্রেসকো জনপ্রিয়তা লাভ করে।
ফ্রেসকো বলতে যা বুঝায়
কোন ইমারতের আস্তরণ কাঁচা থাকাকালীন অবস্থায় সৌন্দর্য্য সৃষ্টির মানসে যে বিশাল চিত্র অঙ্কন করা হয় এবং বিভিন্ন রং দ্বারা উক্ত ছবিগুলো মনোরমভাবে সাজিয়ে যে সৌন্দর্য্য বর্ধন করা হয় তাকে ফ্রেসকো বা দেয়াল চিত্র বলা হয়।
সম্রাট আকবরের আমলে ‘দস্তানের চিত্রাবলী মূলত পারস্য এবং ভারতীয় মোঘল চিত্রশালার যোগসূত্র স্থাপন করে। এ পাণ্ডুলিপির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো দেয়ালচিত্র অথবা ফ্রেসকোর অনুকরণে বৃহৎ কলেবরে কাগজের পরিবর্তে কাপড়ে অথবা ক্যানভাসে অঙ্কিত হয়েছিল।
চিত্রায়িত চিত্রকলার মধ্যে বিশাল স্থান দখল করে আছে ফ্রেসকো বা দেয়াল চিত্র। চিত্রকলার প্রাথমিক ইতিহাসকে ফ্রেসকো সমৃদ্ধ করেছে বহুলাংশে। ফ্রেসকোর উপর ভিত্তি করেই আমাদের আধুনিক চিত্রকলা গড়ে উঠেছে।