বাদশাহ আব্দুল্লাহ তার পুত্র তালালকে জর্ডানের রাজা হিসেবে তার উত্তরাধিকারী মনোনীত করেন। তালাল ১৯৫০ সালে জর্ডানের সিংহাসনে আরোহণ করেন। তিনি শাসনকালকে দীর্ঘায়িত করতে ব্যর্থ হন।
বাদশাহ তালালের পরিচয়
ট্রান্সজর্ডানের প্রথম বাদশাহ ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহর পুত্র ছিলেন তালাল। পিতার মৃত্যুর পর তিনি জর্ডানের শাসন ক্ষমতা গ্রহণ করেন। বাদশাহ তালাল ১৯৫০ থেকে ১৯৫২ সাল পযর্ন্ত জর্ডানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি প্রশাসন ব্যবস্থায় দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হন। এর অন্যতম কারণ তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ফলে জর্ডান পার্লামেন্ট ১৯৫২ সালে তাকে অপসারিত করে তার স্থলে তার পুত্র হোসেনকে বাদশাহ নিযুক্ত করেন।
তালাল নিজের অদক্ষতা ও অসুস্থতার কারণে জর্ডানের বাদশাহর পদ থেকে অপসারিত হন। এক্ষেত্রে তার মানসিক ভারসাম্য লোপ পাওয়া তাকে অযোগ্য বলে বিবেচিত করে।